Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ভাঙারির দোকানের সামনে পড়েছিল মর্টার শেল, অতঃপর…

admin

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ০৬:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ | ০৬:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
গোয়াইনঘাটে ভাঙারির দোকানের সামনে পড়েছিল মর্টার শেল, অতঃপর…

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এক ভাঙারির দোকানের সামনে পড়েছিল একটি মর্টাল শেল। স্থানীয়রা সেটি দেখে খবর দেন গোয়াইনঘাট থানাপুলিশকে। তারা সেটি উদ্ধার করেছেন।

রবিববার (২৮ ডিসেম্বর) দুপুরে জাফলং বাজারের একটি ভাঙারি দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করে গোয়াইনঘাট থানাপুলিশ।
এটি মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে বলে ধারনা তাদের।

জানা যায়, ভাঙারি দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলের মতো বস্তু দেখে গোয়াইনঘাট থানা পুলিশকে জানান স্থানীয়রা।

পরে পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার এসআই আব্দুল হান্নান পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

তিনি জানান, এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!