Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ২রা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমি এই এনসিপির অংশ হচ্ছি না: সাবেক উপদেষ্টা মাহফুজ

admin

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১১:০২ অপরাহ্ণ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১১:০২ অপরাহ্ণ

ফলো করুন-
আমি এই এনসিপির অংশ হচ্ছি না: সাবেক উপদেষ্টা মাহফুজ

স্টাফ রিপোর্টার:

জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোটের ঘোষণার পর পরই নিজ অবস্থান পরিষ্কার করলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না বলে ঘোষণা করেছেন। একইসঙ্গে নিশ্চিত করেছেন, জামায়াত-এনসিপি জোট থেকে তাকে ঢাকার একটি আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি ফিরিয়ে দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেন, ‘বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না কিন্তু আমি এ এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার ‘লং স্টান্ডিং পজিশন’ ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।’

জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। এনসিপিকে একটা ‘বিগ জুলাই আম্ব্রেলা’ আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি। কিন্তু, অনেক কারণেই সেটা সম্ভব হয়নি।’

বর্তমান সময়কে ইতিহাসের ‘শীতল যুদ্ধ’ উল্লেখ করে সাবেক এই উপদেষ্টা বলেন, ‘এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বরং, আমি গত দেড় বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব।’

তিনি আরও বলেন, ‘নূতন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব। বিকল্প ও মধ্যপন্থী তরুণ বা জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন।’ যারা তার এই যাত্রায় সঙ্গী হতে চান, তাদের স্বাগত জানিয়েছেন মাহফুজ আলম।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!