Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে অর্ধশতাধিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

admin

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১১:৫৩ অপরাহ্ণ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১১:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে অর্ধশতাধিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ছয়টি আসনে নির্বাচনী তৎপরতা ধীরে ধীরে গতি পাচ্ছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ঘনিয়ে আসায় প্রার্থীদের মধ্যে বাড়ছে আগ্রহ ও ব্যস্ততা। এরই মধ্যে সিলেট জেলার বিভিন্ন আসনে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর)। শেষ দিনের আগের দিন আজ রবিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের জন্য মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনের জন্য ১০ জন, সিলেট-২ আসনে ১০ জন, সিলেট-৩ আসনে ১১ জন, সিলেট-৪ আসনে ৮ জন, সিলেট-৫ আসনে ৮ জন এবং সিলেট-৬ আসনের জন্য ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদের মধ্যে সিলেট-১ আসনের একজন প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!