Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-৬ আসনে ফুরফুরে মেজাজে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের মনোনয়ন দাখিল

admin

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ০৪:৩২ অপরাহ্ণ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ | ০৪:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-৬ আসনে ফুরফুরে মেজাজে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের মনোনয়ন দাখিল

বিয়ানীবাজার সংবাদদাতা:
নির্বাচনী বিধি মেনে অত্যন্ত ফুরফুরে মেজাজে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে প্রতিদ্বন্ধিতার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এই আসনে বিজয় পেতে অনেকটা নির্ভার এই প্রার্থী। শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী নিয়ে টানাটানি আর অনিশ্চয়তায় অনেকটা চনমনে জামায়াতের সেলিম উদ্দিন।

মঙ্গলবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

দলীয় প্রার্থী হিসেবে মুহাম্মদ সেলিম উদ্দিনের এর নাম ঘোষণা হওয়ার পর থেকে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শুনে সেগুলো সমাধানে জন্য কাজ করেছেন সাবেক এই ছাত্রনেতা। ইতিমধ্যে মুহাম্মদ সেলিম উদ্দিনের আন্তরিক প্রচেষ্টায় বিয়ানীবাজার উপজেলায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে। সেলিম উদ্দিনকে নিয়ে স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সকল নেতাকর্মী মাঠে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন। তারা তার জয়ের ব্যাপারেও আশাবাদী।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!