Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-৬ আসনে মনোনয়ন জমা দিলেন হাফিজ ফখরুল

admin

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ০৪:৪০ অপরাহ্ণ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ | ০৪:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-৬ আসনে মনোনয়ন জমা দিলেন হাফিজ ফখরুল

বিয়ানীবাজার সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ রফিকুল ইসলাম এর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের আলিম উলামারা ঐক্যবদ্ধ হয়ে আমাকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন। জনগণের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি, মানুষের সেবা করে যাবো। কেবল প্রতীক দেখেই নয়; যোগ্য প্রার্থী দেখে মানুষ তাদের মতামত প্রকাশ করবে বলে মন্তব্য করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, মাওলানা আব্দুশ শহিদ, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিন নাদিয়া, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমান, সহ সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, গোলাপগঞ্জ জমিয়তের সহ সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, গোলাপগঞ্জ পৌর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল গফফার প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!