Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-২ : ইলিয়াসপত্নী লুনা ও পুত্র অর্ণবসহ মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

admin

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ০৭:০৬ অপরাহ্ণ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ | ০৭:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-২ : ইলিয়াসপত্নী লুনা ও পুত্র অর্ণবসহ মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত সিলেটের বিটার্ণিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও সহকারী রিটার্ণিং কর্মকর্তা (বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার)’র কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী।

সোমবার দুপুরে সিলেটের বিটার্ণিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়ে বিশ্বনাথে এসে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিকেলে সহকারী রিটার্ণিং কর্মকর্তার কাছে প্রতীকি মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা, একই সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইলিয়াস পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

এছাড়া সিলেট-২ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার করার লক্ষ্যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত সিলেটের রিটার্ণিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন- খেলাফত মজলিস মনোনীত ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, জামায়াতে ইসলামী মনোনীত ‘দাড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ও সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জাতীয় পার্টি মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী ও বিশ্বনাথ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ আমির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আব্দুস শহিদ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!