Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় মহিলার মৃত্যু

admin

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ০৮:১৪ অপরাহ্ণ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ | ০৮:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
জুড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় মহিলার মৃত্যু

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে একটি প্রাইভেট কারের ধাক্কায় নাছিমা বেগম (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার সন্ধ্যায় উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের মনতৈল রইছ আলীর কালভার্ট এলাকায় ঘটে। নাছিমা উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল কলাবাড়ি এলাকার মকবুল আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- নাসিমা বেগম তার এক ছেলেকে স্থানীয় একটি মাদরাসায় ভর্তি করিয়ে কালিনগর গ্রামে জনৈক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বাড়ি যাবার জন্য বিকেলে রইছ আলীর কালভার্ট এর নিকট এসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। তখন দ্রুতগামী একটি প্রাইভেট কার এসে মহিলাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, নাছিমাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!