জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে একটি প্রাইভেট কারের ধাক্কায় নাছিমা বেগম (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার সন্ধ্যায় উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের মনতৈল রইছ আলীর কালভার্ট এলাকায় ঘটে। নাছিমা উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল কলাবাড়ি এলাকার মকবুল আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- নাসিমা বেগম তার এক ছেলেকে স্থানীয় একটি মাদরাসায় ভর্তি করিয়ে কালিনগর গ্রামে জনৈক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বাড়ি যাবার জন্য বিকেলে রইছ আলীর কালভার্ট এর নিকট এসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। তখন দ্রুতগামী একটি প্রাইভেট কার এসে মহিলাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, নাছিমাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।