সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।নাহিদ ইসলাম জানান, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১–দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতার ভিত্তিতে এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। প্রাথমিকভাবে দলটি ১২৫ আসনে প্রার্থী মনোনীত করলেও চূড়ান্তভাবে সেই সংখ্যা নাও থাকতে পারে।সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “এনসিপির সারা দেশের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবে। জোটের পক্ষ থেকে যেই প্রার্থী থাকুক না কেন, আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব।”
তিনি আরও বলেন, “এটি দলের স্বার্থে নেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত এবং সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই। দলের স্বার্থে ব্যক্তিগত আত্মত্যাগ যারা করছেন, দল ভবিষ্যতে তা অবশ্যই মূল্যায়ন করবে।”