Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির ৪৭ মনোনয়ন চূড়ান্ত নয়, প্রার্থীর সংখ্যা কয়েক দিনের মধ্যে স্পষ্ট হবে: নাহিদ ইসলাম

admin

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ১০:৩৯ অপরাহ্ণ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ | ১০:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
এনসিপির ৪৭ মনোনয়ন চূড়ান্ত নয়, প্রার্থীর সংখ্যা কয়েক দিনের মধ্যে স্পষ্ট হবে: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে ৪৭ জনের মনোনয়নপত্র জমা দেওয়া হলেও তা এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ভুলত্রুটি ও সম্ভাব্য জটিলতা বিবেচনায় রেখে বাড়তি কিছু মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এনসিপির মোট প্রার্থীর সংখ্যা আগামী কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।নাহিদ ইসলাম জানান, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১–দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতার ভিত্তিতে এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। প্রাথমিকভাবে দলটি ১২৫ আসনে প্রার্থী মনোনীত করলেও চূড়ান্তভাবে সেই সংখ্যা নাও থাকতে পারে।সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “এনসিপির সারা দেশের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবে। জোটের পক্ষ থেকে যেই প্রার্থী থাকুক না কেন, আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব।”

তিনি আরও বলেন, “এটি দলের স্বার্থে নেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত এবং সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই। দলের স্বার্থে ব্যক্তিগত আত্মত্যাগ যারা করছেন, দল ভবিষ্যতে তা অবশ্যই মূল্যায়ন করবে।”

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!