Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

admin

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ১১:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ | ১১:০৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুর খবরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। সেখানে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করাসহ বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে মঙ্গলবার সকালে একথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, নেত্রীর মৃত্যুর খবর জানার পর সকালে ফোন করে তিনি শোক জানিয়েছেন। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সকালে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে উনি জানিয়েছেন। তারা নিজেরা আলোচনা করার পর বিএনপির সঙ্গে কথা বলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আজ দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!