Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নারী নিহত

admin

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ১১:১১ পূর্বাহ্ণ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ | ১১:১১ পূর্বাহ্ণ

ফলো করুন-
কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নারী নিহত

রাঙ্গামাটি (দক্ষিণ) প্রতিনিধি:
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাপ্তাই উপজেলার ওয়াগ্যা ইউনিয়নের সীতারঘাট আটাশ বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন ও স্থানীয় ইউপি সদস্য মো. সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানান, ঘটনাস্থলটি বন্যহাতির চলাচলের একটি পরিচিত পথ। রাতে বন্যহাতির একটি দল ওই পথ দিয়ে যাওয়ার সময় মানসিক ভারসাম্যহীন নারীটির ওপর আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যসহ ছুটে যান কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল।

তিনি বলেন, বন্যহাতির আঘাতে ওই নারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!