Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমে সাড়া না দেয়ায় স্কুলছাত্রী অপহরণ , গ্রেফতার ৩

admin

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০১:১১ অপরাহ্ণ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০১:১১ অপরাহ্ণ

ফলো করুন-
প্রেমে সাড়া না দেয়ায় স্কুলছাত্রী অপহরণ , গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণ মামলায় একনারীসহ ৩জনকে গ্রেফতার কর হয়। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় ৯ম শ্রেণী ওই ছাত্রীকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে র‌্যাবের একটি দল কমলগঞ্জ থানাধীন শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মৌলভীবাজারের কমলগঞ্জ থানার শ্রীরামপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী জোৎস্না বেগম (৩৭), তার ছেলে শাহান মিয়া (১৮) ও একই গ্রামের মৃত নজিব আলীর ছেলে মিজান মিয়া (২৩)।

র‌্যাব জানায়, ৯ম শ্রেণীর ছাত্রী প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে মামলার আসামী শাহান মিয়া। স্কুলছাত্রী তা প্রত্যাখান করায় তাকে অপহরণের হুমকি দেয়া হয়। এরই জেরে গত ১৭ ডিসেম্বর স্কুলছাত্রী তার নানার বাড়ি কমলগঞ্জ থানাধীন এলাকায় বেড়াতে যায়।

নানার বাড়িতে থাকাকালে গত ২১ ডিসেম্বর রাতে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাহির হলে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা অপহরণকারীরা ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে করে নিয়ে যায়। পরবর্তীতে স্কুলছাত্রীর পরিবার তাকে খোঁজে না পেয়ে ভিকটিমের মাতা বাদী হয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় নারী ও শিশু আইনে মামলা দায়ের করেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার

শেয়ার করুন

Follow for More!