
স্টাফ রিপোর্টার:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগ্নেয়াস্ত্র উদ্ধার চালিয়ে যাচ্ছে র্যাব। ইতোমধ্যে র্যাব দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক ও গ্রেনেড উদ্ধার করেছে।
এবার সিলেটের গোলাপগঞ্জের দক্ষিণ রায়গড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান উদ্ধার করে র্যাব। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে দক্ষিণ রায়গড় এলাকার আলী নার্সারীর একটি জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানায় র্যাব। র্যাব জানায়, উদ্ধারকৃত পাইপগানটি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে এমনটি ধারণা করা হচ্ছে।
র্যাব সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত র্যাবের অভিযানে ৩২টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ম্যাগাজিন-০৪টি, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ২৭টি এয়ারগান উদ্ধার করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার