Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় দুই ভাইকে হ ত্যা র ঘটনায় ১৬ জনের বিরদ্ধে মা ম লা, আরও ১ জন গ্রে প্তা র

admin

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৯:৫০ অপরাহ্ণ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৯:৫০ অপরাহ্ণ

ফলো করুন-

স্টাফ রিপোর্টার:

নিজস্ব প্রতিবেদকবড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নিহত জামাল উদ্দিনের স্ত্রী হালিমা বেগম (৪৯) বড়লেখা থানায় মামলাটি করেন।

মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বিওসি কেছরীগুল (মাঠগোদাম) গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন কুয়েত ফেরত জামাল উদ্দিন ও তার ভাই আব্দুল কাইয়ুম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,  এজাহারের ১ থেকে ৪ নম্বর আসামিসহ কয়েকজনের সঙ্গে নিহত আব্দুল কাইয়ুমের মামলা-মোকদ্দমা চলমান ছিল। পূর্ব বিরোধের জেরে গত বছরের ৬ আগস্ট আসামিরা তার স্বামীর মামাতো ভাই দেলোয়ার হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে মৃত ভেবে ফেলে যায়। এরপর একাধিকবার তাদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরিবার ও আত্মীয়স্বজনকে মারধর করে এলাকা ছাড়ার হুমকিও দেওয়া হয়। এর আগে তার আরেক দেবর আব্দুল করিমের মরদেহ মারাত্মক জখম অবস্থায় জঙ্গলে পাওয়া গেলেও প্রত্যক্ষদর্শী না থাকায় মামলা করা হয়নি।এজাহারে আরও বলা হয়, ২৭ ডিসেম্বর সন্ধ্যায় আব্দুল কাইয়ুম বসতবাড়ি সংলগ্ন জমি থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে আসামিরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় এগিয়ে এলে জামাল উদ্দিনকেও কুপিয়ে হত্যা করা হয়। পরে হামলাকারীরা পরিবারকে বাড়ি ছাড়ার হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই গ্রামের আব্দুস সবুরের ছেলে জমির উদ্দিনকে গ্রেপ্তার করে। সোমবার রাতে মামলার আরেক নামীয় আসামি গৌরনগর গ্রামের মৃত সফিক উদ্দিনের ছেলে আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়েছে।বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, দুই ভাই হত্যার ঘটনায় মামলা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 997 বার

শেয়ার করুন

Follow for More!