Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশে যান চলাচল সীমিত

admin

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ০১:১১ অপরাহ্ণ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ | ০১:১১ অপরাহ্ণ

ফলো করুন-
মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশে যান চলাচল সীমিত

স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশের সড়কগুলোয় যান চলাচল সীমিত রয়েছে।
ইতোমধ্যে জানাজায় অংশ নিতে রাজধানী ও দেশের নানা প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ।

প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে যানবাহনগুলোকে মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এছাড়া প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ফেইসবুকের পোস্টে বলা হয়, ‘বাংলাদেশের জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারেন এবং তাঁর জানাজায় অংশ নিতে পারেন সেজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও যেন জনসাধারণ অবস্থান করতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর আলাদা বিজ্ঞপ্তিতে জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন উপলক্ষে ঢাকা শহরের কলেজ গেইট মোড় (রেসিডেন্সিয়াল মডেল কলেজ), আইডিবি ভবন মোড় ও বিজয় সরণি এলাকায় সকাল ৮টা থেকে যানবাহন চলাচল সীমিত থাকবে।

জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জানাজায় অংশ নিতে আসা সবাইকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্বপ্রান্তে আর্চওয়ে গেইট পার হয়ে প্রবেশ করতে হচ্ছে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে স্থাপিত মঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কফিন রাখা হবে। এদিন বাদ জোহর সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানেই ১৯৮১ সালের ২ জুন তার স্বামী, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা হয়েছিল।

বিএনপি চেয়ারপারসনের জানাজার পর বেলা সাড়ে ৩টার দিকে তাকে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!