
স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক জালালাবাদী সম্পাদক ও প্রকাশক আব্দুল খালিক। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের এক উজ্জ্বল প্রতীক। তাঁর আপসহীন ও দৃঢ় নেতৃত্বে বিভিন্ন সময়ে দেশ সংকটময় পরিস্থিতি সফলভাবে অতিক্রম করেছে। তাঁর ইন্তেকালে দেশ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারাল, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করেছে।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, সংসদীয় রাজনীতিকে সুসংহত করা এবং রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর নেতৃত্ব, সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার