Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে স্বপ্নাকে আ ট ক করলো পুলিশ, কেন?

admin

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ০৩:১৪ অপরাহ্ণ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ | ০৩:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে স্বপ্নাকে আ ট ক করলো পুলিশ, কেন?

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাটে স্বপ্না বেগম (৩০) নামের এক নারীকে আটক করলো পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর কালিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর কালিনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে স্বপ্না বেগম (৩০)কে আটক করেছে পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটককৃত স্বপ্না বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গোয়াইনঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!