স্টাফ রিপোর্টার:
২০২৫ সালে বাংলাদেশের মানুষ ভাইরাল ট্রেন্ডে হাসি, বড় দুর্ঘটনা ও মৃত্যুসংবাদ- এই তিন ঘটনারই সাক্ষী হয়েছে। বছরের শুরুতে যেমন হাসিমুখে দেশ ছেড়ে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বছর শেষে তিনিই বাংলার মানুষকে কাঁদিয়ে পাড়ি জমালেন অন্তিম যাত্রায়। এ বছর বাংলাদেশ হারিয়েছে শরীফ ওসমান হাদি নামে আরেক বিপ্লবীকেও। বছরের শেষ দিনে দাঁড়িয়ে চলুন দেখে আসি, কেমন ছিল হাসি-কান্নায় মেলানো ২০২৫।
জানুয়ারি–মার্চ: ভাইরাল হাসির শুরু
বছরের শুরু থেকেই ফেসবুক, টিকটক ও ইউটিউবে মিম, রিল ও সংক্ষিপ্ত ভিডিও ভাইরাল হতে থাকে। ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি কনসার্টে ক্যামেরায় ধরা পড়া অপ্রস্তুত মুহূর্ত, টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে বলা ভুল সংলাপ এবং অভিনেতা–ইনফ্লুয়েন্সারদের নাচ ঘিরে তৈরি ট্রল কয়েক সপ্তাহ ধরে ট্রেন্ডিংয়ে ছিল। তরুণদের একটা বড় অংশ এই কনটেন্টগুলোকে দিনশেষের বিনোদন হিসেবে গ্রহণ করে বলেই জানাচ্ছে অনলাইন বিশ্লেষণ।
এপ্রিল–জুন: ট্রলের আড়ালে চাপ
ঢাকা মহানগরে যানজট, কাজের চাপ ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে অনলাইন বিনোদনের ওপর নির্ভরতা বাড়ে। অফিস শেষে মোবাইল স্ক্রিনে স্বস্তির খোঁজে রিল ও মিম দেখার প্রবণতা স্পষ্ট হয়। এই সময় অনলাইনের নানা কন্টেন্ট থেকে আসা বিনোদন অনেকের জন্য মানসিক চাপ সামাল দেওয়ার কৌশল হয়ে ওঠে।
জুলাই–আগস্ট: মাইলস্টোন দুর্ঘটনা
বর্ষার মধ্যে রাজধানীর মাইলস্টোন এলাকায় সংঘটিত হয় এক মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনাস্থলের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। স্বজনদের আহাজারি ও উদ্ধার কার্যক্রমের দৃশ্য মানুষকে স্তব্ধ করে দেয়। এটি ছিল ২০২৫ সালের সবচেয়ে আলোচিত দুর্ঘটনাগুলোর একটি।
বছরের এই সময়টাতে বন্যা ও জলাবদ্ধতায় উত্তর ও উত্তর–পূর্বাঞ্চলের কুড়িগ্রাম, সুনামগঞ্জ, নোয়াখালী, রাজশাহী, খুলনাসহ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হয়। আশ্রয়কেন্দ্রে শিশু ও বয়স্কদের ছবি অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। একই সময়ে তীব্র তাপপ্রবাহে পুড়ছিল রাজশাহী ও খুলনা অঞ্চলে জনজীবন।
নভেম্বর-ডিসেম্বর
নভেম্বরের শেষ দিকে হঠাৎ অসুস্থবোধ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। ক্রমেই অবনতি হতে থাকে বেগম জিয়ার অবস্থা।
এরি মাঝে ডিসেম্বরের শুরুতেই রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাদির মৃত্যুর খবরে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তার জানাজায় লাখো মানুষের ঢল নামে।
এর পরেই দেশের মানুষকে শোকের সাগরে ভাসিয়ে ৩০ ডিসেম্বর না ফেরার দেশে চলে যান এভারকেয়ারে ভর্তি থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দল-মত নির্বিশেষে বেগম জিয়ার জন্য প্রার্থনায় বসে গোটা দেশ। বছর শেষ হচ্ছে শোকের আবহে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।