Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত

admin

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ০৪:৫০ অপরাহ্ণ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ | ০৪:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
তেজগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত

স্টাফ রিপোর্টার:
রাজধানীর তেজগাঁও এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে বুধবার ভোরের মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তা এলাকা ও মহাখালী বাসস্টেশন এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

সাতরাস্তা এলাকায় দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—রফিকুল ইসলাম (৪৫) ও তার মেয়ে তানজিলা (১২)। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে নুর ইসলাম (১৪)। অপর দুর্ঘটনায় নিহত হয়েছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

জানা গেছে, দৃষ্টি প্রতিবন্ধী রফিকুল ইসলামের দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় বসবাসকারী এই পরিবারটি মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে মহাখালী বাস টার্মিনালে যাচ্ছিলেন। পথে তেজগাঁও সাতরাস্তা এলাকায় একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে রফিকুল ও তানজিলাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, নিহত দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এদিকে বুধবার ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাসস্টেশন এলাকায় পৃথক এক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 991 বার

শেয়ার করুন

Follow for More!