
স্টাফ রিপোর্টার:
সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪জন নারী ও ২জন পুরুষ।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলাবার রাত পৌণে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার চাঁদনীঘাটের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন মো. আব্দুল রহমান (২৭), মো. রশিদ (৩১), মো. রুবেল মিয়া (২৮), মো. ইউসুফ (৩০), আয়েশা বেগম (৩২) ও খাদিজা আক্তার বৃষ্টি (২৫)।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি নন এফআইআর মামলা (নং ৩৪৫/৩১/১২/২৫) দায়ের করে তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি আরও জানান, ওই আবাসিক হোটেলটিকে সিলগালা করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার