Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে ‘গ্রাম্য চিকিৎসককে’ ছুরিকাঘাতের পর আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

admin

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ | ১২:২০ অপরাহ্ণ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ | ১২:২০ অপরাহ্ণ

ফলো করুন-
শরীয়তপুরে ‘গ্রাম্য চিকিৎসককে’ ছুরিকাঘাতের পর আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন চন্দ্র (৪৫) নামে এক গ্রাম্য চিকিৎসককে ছুরিকাঘাত করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, খোকন চন্দ্র পেশায় গ্রাম্য চিকিৎসক ও ওষুধ বিক্রেতা। বুধবার রাত আনুমানিক ৯টার দিকে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের কেউরভাঙ্গা এলাকায় বাড়ি ফেরার পথে তার ওপর এই হামলার ঘটনা ঘটে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খোকন কনেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তিলই গ্রামের বাসিন্দা এবং পরেশ চন্দ্রের ছেলে।

ওসি জানান, দুর্বৃত্তরা খোকনের তলপেটে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে খোকন পাশের পানিতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন।
এ ঘটনায় খোকন চন্দ্রের স্ত্রী সীমা দাস হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার

শেয়ার করুন

Follow for More!