Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ | ১২:২৪ অপরাহ্ণ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ | ১২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩১ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন লেবুবাগান এলাকার ‘বাদশা মঞ্জিল’ নামের একটি ছাত্রীবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লামিসা নওরীন পুষ্পিতা (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত লামিসা ঝিনাইদহ জেলার কুদরত উল্লাহ বিপ্লবের মেয়ে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর বিনোদপুর এলাকার লেবুবাগান মহল্লায় অবস্থিত বাদশা মেসে এই ঘটনা ঘটে।
সহপাঠীরা টের পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নিজ কক্ষে অবস্থানকালে লামিসা আত্মহত্যার চেষ্টা করেন। পাশের কক্ষের শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামান। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রামেক হাসপাতালে নেওয়া হয়। তবে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মৃতের বাবাকে বিষয়টি জানানো হয়েছে। তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।পরিবারের সদস্যরা পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার

শেয়ার করুন

Follow for More!