
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জালালাবাদ থানাধীন চাতল লামারগাঁও এলাকার লন্ডনীবাড়ি সংলগ্ন ধানী জমির পাশে নির্মিত একটি টিনশেডের ঘরে অভিযানটি পরিচালনা করা হয়। জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন—সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার জগদিশপুর এলাকার মৃত হাসিন মিয়ার ছেলে গয়াছ মিয়া (৫০), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার ইদনপুর মান্নারগাঁও এলাকার মৃত তারু মিয়ার ছেলে আব্দুস শহিদ (৪৯) এবং মোগলাবাজার থানার রুস্তমপুর এলাকার মৃত মো. তইমোল্লার ছেলে ফজলু মিয়া (৫২)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান,জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 987 বার