স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নিয়মিত মামলায় ১ জন এবং গ্রেফতারী ও সাহা পরোয়ানাসহ আরোও ২ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানাধীন লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর নাওয়ালার মোঃ আফতাব আলীর বাড়ি থেকে ১৫ পিস ইয়াবাসহ আফতাব আলী (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে স্থানীয়ভাবে জানা যায়। এছাড়াও আলীনগর ইউনিয়নের রামদা বাজার থেকে জুনায়েদ আজম চৌধুরী (৫০)-কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে। এদিকে
দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে অভিযান পুলিশের পৃথক অভিযানে বড়লেখা থানার মামলা নং-১২ (৩)২২ এর সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সালাম ওরফে সালমান এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী রায়হান আহমদকে গ্রেফতার করা হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, আসামীদের যথাযথ পুলিশস্কটের মাধ্যমে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান আরোও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।