স্টাফ রিপোর্টার:
চলমান বিপিএলে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সিলেট টাইটান্স। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে তারা। এই জয় সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছে সিলেট।
সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজি সিলেট জানিয়েছে- ‘শ্রদ্ধা ও অনুপ্রেরণার নিদর্শন’ হিসেবে ঢাকার বিপক্ষে এই জয় বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছে সিলেট টাইটান্স।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘টিম ম্যানেজমেন্ট এই জয়কে একতা, বিশ্বাস, ধৈর্য্যের প্রতিফলন এবং এমন পারফরমেন্স বাকি ম্যাচ গুলোতে ধারাবাহিকতা ও লক্ষ্য ঠিক রেখে টাইটান্সের প্রতিযোগিতামূলক খেলার আকাঙ্ক্ষাকে দৃঢ় করেছে। জয়ের ধারাবাহিতা ও পারফরম্যান্স বজায় রাখা যা মাঠ ও মাঠের বাইরে অনুপ্রেরণা যোগাবে, সেটি মূল লক্ষ্য হিসেবে ধরে রেখেছে সিলেট।’
এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেইজে খালেদা জিয়ার ছবি দিয়ে ঢাকার বিপক্ষে জয়কে উৎসর্গ করার কথা জানিয়েছে সিলেট টাইটান্স।তিন ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে সিলেট।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।