স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমা থেকে মো. জাকারিয়া ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।
তারা জানায় বুধবার দুপুর ১টার দিকে মোমিনখলা মুছারগাঁও এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি ট্রাকে ভারতীয় চোরাই পণ্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।
জাকারিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার খাড়িতা এলাকার মো. খাজা মিয়া ও নুরুন্নাহার বেগমের ছেলে।
পুলিশ জানায়, বুধবার দুপুর ১টায় সিলেট-ঢাকা মহাসড়ক থেকে একটি টাটা ট্রাকে করে ১০০ ঘনফুট পাথর নিয়ে যাচ্ছিলেন জাকারিয়া। ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে পাওয়া যায় ৮১ লাখ ২৯ হাজার ৬৪০ টাকার ভারতীয় অবৈধ পণ্য। এরমধ্যে ছিল নিভিয়া বডিলোশন ১০২৬ পিস, ৫ লাখ ৫৪ হাজার ৪০০পিস ডাইক্লোফেনাক ট্যাবলেট, ২০ হাজার তিনশ’ ৪ পিস ক্রিম আরও নানা কসমেটিক্স সামগ্রী।তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জাকারিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।