স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার চেষ্টা করতে গিয়ে আতিক মিয়া (৪২) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আতিক মিয়া বুরুঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি এলাকায় একজন গ্রহণযোগ্য সালিশ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পশ্চিম সিরাজনগর গ্রামের আকলিছ মিয়া ও আব্দুল ওহাব ওরফে পাছুর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার দুপুরে আবারও দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে সন্ধ্যায় উভয় পক্ষকে নিয়ে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে আতিক মিয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল ওহাবের পক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আতিক মিয়ার মাথা ও বুকে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের পিতা মাহমদ আলী অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে দুই পক্ষের বিরোধ মীমাংসার চেষ্টা করায় আব্দুল ওহাব ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।