Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ২রা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া-২ আসন তথ্যের গড়মিল পাওয়ায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

admin

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬ | ০৫:১৫ অপরাহ্ণ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ | ০৫:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
বগুড়া-২ আসন তথ্যের গড়মিল পাওয়ায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার:

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্যের গড়মিল পাওয়া যাওয়ায় তার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।

এছাড়া এই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামার সঙ্গে সম্পদের বিবরণী সংক্রান্ত নির্ধারিত ফরম দাখিল করেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র বাতিলের ফলে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় পরিবর্তন এসেছে। যাচাই-বাছাই শেষে বাকি প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কার্যালয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 997 বার

শেয়ার করুন

Follow for More!