স্টাফ রিপোর্টার:
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত পাঁচ মাদকসেবী এবং পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার তিন আসামিসহ মোট আটজনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার মহদিকোনা এলাকায় মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-মহদিকোনা গ্রামের হীরণ মিয়া, মনসুর আলী, জায়েদ আহমদ, দিলাল উদ্দিন ও ময়না মিয়া। এর মধ্যে হীরণ মিয়াকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং বাকি চারজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে বড়লেখা থানা পুলিশ বুধবার রাতে পৃথক অভিযানে নন-জিআর মামলার পরোয়ানাভুক্ত ভোলারকান্দি গ্রামের আব্দুস সহিদ, পুলিশ আইনের ৩৪ ধারায় ধৃত মহদিকোনা গ্রামের পাভেল আহমদ এবং জিআর মামলার আসামি আদিত্যের মহল এলাকার ইমন হোসাইনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান শুক্রবার বিকেলে জানান, মোবাইল কোর্টে পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পৃথক মামলায় গ্রেপ্তার তিন আসামিকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।