Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১০ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ট্রেনে পাথর নিক্ষেপ ট্রেনের পরিচালক আহত

admin

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩ | ০১:০৬ অপরাহ্ণ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ | ০১:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ট্রেনে পাথর নিক্ষেপ ট্রেনের পরিচালক আহত

কুলাউড়া প্রতিনিধি:
সিলেটের মোগলাবাজার রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তের পাথর নিক্ষেপে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের গার্ড (পরিচালক) আব্দুল লতিফ আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত আব্দুল লতিফ মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভাধীন উছলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ রেলওয়ে হেডকোয়ার্টারের ট্রেন পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

বিষয়টি আব্দুল লতিফ নিজে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের নিকটবর্তী মোগলাবাজার রেলস্টেশন এলাকায় পৌঁছামাত্র বাহির থেকে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপে করে। তিনি জানালার পাশে বসার কারণে দুর্বৃত্তের ছোড়া পাথরটি তার মাথায় এসে পড়লে মারাত্মকভাবে জখম হন তিনি।

পরে ট্রেনটি সিলেট রেলস্টেশনে পৌঁছার পর তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সিলেটের পার্কভিউ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানান এই প্রতিবেদককে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!