স্টাফ রিপোর্টার:
বিভিন্ন তহবিলের সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নির্বাহী প্রকৌশলী আজম আলী ও কর্মচারী সংসদের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামসহ অন্যান্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের সুপারিশের ভিত্তিতে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে এমন অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে দুদক সূত্র আরও জানায়, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী ও কর্মচারী সংসদের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামসহ অন্যান্যের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ১৬ কোটি ৫০ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানযোগ্য মনে হওয়ায় কমিশন থেকে অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযোগটি অনুসন্ধানের জন্য তদন্ত-১ এর মহাপরিচালক বরাবর কমিশন থেকে নির্দেশনা দিয়ে অনুসন্ধানের পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।