Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রীদের স্বস্তিতে বাড়ি ফেরাতে কাজ করছে পুলিশ: আইজিপি

admin

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ | ০৮:১১ অপরাহ্ণ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ | ০৮:১১ অপরাহ্ণ

ফলো করুন-
যাত্রীদের স্বস্তিতে বাড়ি ফেরাতে কাজ করছে পুলিশ: আইজিপি

গাজীপুর প্রতিনিধি:
ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনের সময় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, এবাবের ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন সে লক্ষে পুলিশসহ সব সংস্থার সদস্যরা একযোগে কাজ করে যাচ্ছেন। মহাসড়কে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পদ্মা সেতু দিয়ে যাত্রীরা দ্রুত বাড়ি যেতে পারছেন। তাই বাড়ি যেতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে না।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় তিনি এসব কথা বলেন।

এ সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান, গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান, আবু তোরাব মো. শামসুর রহমান ও আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!