স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে চলছে মনোনয়ন সংগ্রহ। গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মনোনয়ন সংগ্রহের প্রথম দিন থাকলেও এদিন মেয়র কিংবা কাউন্সিলর প্রার্থী কেউই মনোনয়ন কিনেননি।
মনোনয়ন সংগ্রহের দ্বিতীয় দিন রবিবারও (৩০ এপ্রিল) কোনো মেয়র প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেননি। তবে ৫টি ওয়ার্ডে ৬ পুরুষ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের স্টাফ অফিসার (বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা) মো. কামাল হোসেন।
তিনি জানান, রবিবার নির্ধারিত সময়ের মধ্যে সিলেট মহানগরের সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে ১ নং ওয়ার্ডের একজন, ৭ নং ওয়ার্ডের একজন, ৮ নং ওয়ার্ডের একজন, ২৭ নং ওয়ার্ডের একজন এবং ২২ নং ওয়ার্ডের দুইজন মনোনয়নপত্র কিনেছেন।
উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।