Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পালিত হচ্ছে ‘শ্রমিকের অধিকার আদায়ের দিবস’

admin

প্রকাশ: ০১ মে ২০২৩ | ১২:৪১ অপরাহ্ণ | আপডেট: ০১ মে ২০২৩ | ১২:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পালিত হচ্ছে ‘শ্রমিকের অধিকার আদায়ের দিবস’

স্টাফ রিপোর্টার:
সিলেটে যথাযত মর্যাদায় পালিত হচ্ছে ‘মহান মে দিবস’। আজ সোমবার সকালে সিলেট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানকে সামনে রেখে র‌্যালিতে অংশ নেন সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমা্ন, পুলিশ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রমিক সংগেঠনের নেতৃবৃন্দ।

এদিকে মে দিবসকে ঘিরে সকাল থেকেই সিলেট নগরী বিয়ানীবাজারসহ বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালি ও আলাচনা সভা করছে।

প্রসঙ্গত- ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে সারাবিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে ‘মে দিবস’ পালিত হচ্ছে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!