Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে পুকুর থেকে মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ০১ মে ২০২৩ | ০১:২০ অপরাহ্ণ | আপডেট: ০১ মে ২০২৩ | ০১:২০ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে পুকুর থেকে মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ শহরের একটি পুকুর থেকে পঞ্চাশোর্ধ্ব এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ শহরের বদিউজ্জামান খান সড়কের আমির চাঁন কমপ্লেক্সের পাশের পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে।

এর আগে গত বুধবার (২৬ এপ্রিল) শহরের আরডি হল এলাকার একটি পুকুর থেকে আনু বেগম (২৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোমবার সকালে পথচারী ও স্থানীয়রা ওই পুকুরে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ মৃতদেহ উদ্ধার করে। তারপর মরদেহের সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

 

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মর্তুজা জানান, পুকুর থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স পঞ্চাশের উপর হবে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন