Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি

admin

প্রকাশ: ০৬ মে ২০২৩ | ১২:০৮ অপরাহ্ণ | আপডেট: ০৬ মে ২০২৩ | ১২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি

কুলাউড়া প্রতিনিধি :
কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। শুক্রবার (৫ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার রেললাইনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রুমান আহমদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লংলা স্টেশন ছাড়ার পর নর্তন এলাকায় পৌঁছলে একটি সিএনজি অটোরিকশা রেললাইনে উঠে পড়ে। এতে ট্রেনটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

 

তিনি আরও জানান, ট্রেনটি দেখে সিএনজি অটোরিকশায় থাকা চালক ও যাত্রীরা লাফ দিলে তারা প্রাণে রক্ষা পান। তবে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনজিতে থাকা চালক ও যাত্রীরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন