Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরের রাজেন্দ্রপুর সীমান্ত থেকে গাঁজা উদ্ধার

admin

প্রকাশ: ০৬ মে ২০২৩ | ০৭:১৪ অপরাহ্ণ | আপডেট: ০৬ মে ২০২৩ | ০৭:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
মাধবপুরের রাজেন্দ্রপুর সীমান্ত থেকে গাঁজা উদ্ধার

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানের সময় বিজিবি’র উপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বিজিবি সদস্যরা।

শনিবার ভোররাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর সীমান্ত এলাকায় ধর্মঘর বিওপি’র হাবিলদার মোশারফ হোসেন এর নেতৃত্বে বিজিবি’র একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের অভিযান চালালে মাদক চোরাকারবারি দল দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি’র উপর হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মাদক কারবারিদের ধাওয়া করে। বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে মাদক কারবারিরা ৪০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ আরমান আরিফ সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন