বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশ কিছু কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার চান্দগ্রাম বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এতে সহযোগিতা করেছেন বড়লেখা থানার এসআই মাহমুদুর রহমান।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, সেলিম মিয়া, বশির আহমেদ ও মোহাম্মদ আলী। তাদের বাড়ি উপজেলার শংকরপুর এলাকায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার চান্দগ্রাম বাজারে অভিযান চালায় প্রশাসন। এসময় প্রকাশ্যে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে ব্যবসায়ী সেলিম মিয়া, বশির আহমেদ ও মোহাম্মদ আলীর কাছ থেকে কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলোর বাজার মূল্য আনুমানিক ১ লাখ টাকা।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংশ্লিষ্ট আইনে দুজনকে ৮ হাজার এবং একজনকে ২ হাজার টাকা জরিমানা করেন। পরে জালগুলো সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।