Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় বজ্রাঘাতে প্রাণ গেলো চা শ্রমিকের, আহত কিশোর

admin

প্রকাশ: ১৭ মে ২০২৩ | ০৪:৫০ অপরাহ্ণ | আপডেট: ১৭ মে ২০২৩ | ০৪:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় বজ্রাঘাতে প্রাণ গেলো চা শ্রমিকের, আহত কিশোর

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক দুটি বজ্রাঘাতের ঘটনায় এক চা শ্রমিক নিহত ও এক কিশোর আহত হয়েছেন। বুধবার সকালে ও মঙ্গলবার বিকেলে উপজেলার টিলাগাঁও ও ভাটেরা ইউনিয়নে ঘটনা দুটি ঘটে।

বিষয়টি উভয় ইউনিয়নের চেয়ারম্যান নিশ্চিত করেছেন।

টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, ইউনিয়নের লংলা চা বাগানের মৃত মদন কানুর ছেলে মতি কানু (৪০) বুধবার সকালে বাগানের লেইক (পানিকুচি) এলাকায় গরুর ঘাস কাটতে যান। এ সময় বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলে মারা যান।

অপরদিকে ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান একেএম নজরুল ইসলাম জানান, ইউনিয়নের দক্ষিণভাগ এলাকায় মঙ্গলবার বিকেলে সিপন মিয়ার ছেলে ইমন (১৫) বজ্রাঘাতে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!