হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকায় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করছে পুলিশ। বুধবার পৌরসভার টানবাজারস্থ স্বপ্ন ছোঁয়া শিল্পালয় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, পৌর এলাকার সরাফ নগর গ্রামের নিখিল বণিকের পুত্র গৌতম বণিক (৪৮), আজিমনগর গ্রামের মন্জিল মিয়ার পুত্র জুনায়েদ মিয়া (৪৭) এবং শরীফ নগর (নতুনবাড়ি)র গ্রামের মৃত নুর উদ্দিন মিয়ার পুত্র আতাউর রহমান (৩৮)।
এসময় পুলিশ তাদের কাছ থেকে ৮৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, ট্যাবলেট বিক্রির নগদ ১০ হাজার ৮’শ টাকা ও মাদক বহনের ব্যবহৃত হোন্ডা কোম্পানির এক্স ব্লেড মডেলের মোটর সাইকেল জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে বারটায় আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী পৌর এলাকার টানবাজারস্থ অপু দাসের মালিকানাধীন স্বপ্ন ছোঁয়া শিল্পালয় থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করে।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান, অভিযান পরিচালনা করে ৮৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।