Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে ৩০ হাজার নাসির বিড়িসহ গ্রেফতার ১

admin

প্রকাশ: ২০ মে ২০২৩ | ০৬:৪১ অপরাহ্ণ | আপডেট: ২০ মে ২০২৩ | ০৬:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে ৩০ হাজার নাসির বিড়িসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ ১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত খায়রুল ইসলাম (৪৫) উপজেলার মাটিজুরা মালোপাড়া গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিয়ানীবাজার থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যান জানান, শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ধৃত আসামী খায়রুল ইসলাম ও তার ভাই সায়দুল ইসলামের মালোপাড়াস্থ বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের বসতঘর থেকে বিক্রির জন্য রাখা ৩০ হাজার আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে খায়রুলকে গ্রেফতার করা সম্ভব হলেও তার ভাই অপর আসামী সায়দুল ইসলাম পালিয়ে যায়। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, জব্দকরা নাসির বিড়ির বাজার মূল্য অনুমান ৬০ হাজার টাকা। গ্রেফতার আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!