Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৮ই মে ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘দুর্ধর্ষ ডাকাত সর্দার’ গ্রেফতার

admin

প্রকাশ: ২১ মে ২০২৩ | ০৫:৪৫ অপরাহ্ণ | আপডেট: ২১ মে ২০২৩ | ০৫:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
‘দুর্ধর্ষ ডাকাত সর্দার’ গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ডাকাতি মামলার সাতটি ওয়ারেন্টভুক্ত আসামীকে চট্টগ্রাম মহানগর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মকরম আলী উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ইর্শাদ আলীর ছেলে।

শনিবার দিবাগত রাতে বিশ্বনাথ থানা পুলিশের একটি অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক।

তিনি জানান, শনিবার (২০ মে) রাতে বিশ্বনাথ এসআই শাহপরান মোল্লা, এসআই বিনয় ভূষণ চক্রবর্তীর নেতৃত্বে তাকে গ্রেফতার করে। মকরম আলীর নামে ডাকাতি মামলার ওয়ারেন্টসহ মোট ৭ টি ওয়ারেন্ট রয়েছে। কৌশলে আন্তজেলার এই ‘দুর্ধর্ষ ডাকাত সর্দার’ দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন