Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে ছেলের হাতে পিতা খুন

admin

প্রকাশ: ০৪ জুন ২০২৩ | ০৩:৪১ অপরাহ্ণ | আপডেট: ০৪ জুন ২০২৩ | ০৩:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে ছেলের হাতে পিতা খুন

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘরের বারান্দার বেড়া নির্মাণকে কেন্দ্রে করে ছেলের হাতে পিতা খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাহাড়ে অভিযান চালিয়ে ছেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ জুন) রাত ৮টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কালেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছেলের নাম চৈতন্য পাত্র (২২)। নিহত পিতার নাম সাধু পাত্র (৬০)।

পুলিশ সূত্র জানায়, ঘরের বারান্দার বেড়া নির্মাণ করা নিয়ে পিতা ও ছেলের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে ছেলে পিতাকে দা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। এলাকাবাসী ঘটনা দেখতে পেয়ে গুরুত্বর আহতবস্থায় পিতা সাধুপত্রকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করেন তিনি।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ কালেশ্বর চিকনাগুল পাহাড়ে রাতভর অভিযান পরিচালনা করে ছেলে চৈতন্য পাত্রকে আটক করে ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনার সংবাদ পেয়ে রাতেই পুলিশ রাতভর কালেশ্বর চিকনাগুল পাহাড়ে অভিযান পরিচালনা করে চৈতন্য পাত্রকে আটক করেন। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়োছে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!