স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলার আঙ্গারজুর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী এমদাদ হোসেন টিপুর লাশের সন্ধান পাওয়া গেছে। ৯ দিন পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়।
জানা যায়, ২৭ বছর বয়সী এই তরুণ গেল ২৭ মে (শনিবার) দুপুর থেকে নিখোঁজ ছিল। আত্মীয়-স্বজনের বাড়ি সহ অনেক জায়গায় খুজেও তার সন্ধান মিলেনি। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়। এর আগে ভারসাম্যহীন অবস্থায় তাকে মাটিতে পড়া অবস্থায় দেখতে পেয়ে সেখানকার এক ব্যক্তি তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
টিপুর ভাই জুয়েল আহমদ বলেন, নিখোঁজ টিপুর লাশ পাওয়া গেছে। আমরা এখন তার লাশ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করতেছি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।