কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে ইসমাইল মিয়া (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ইসমাইল টুকেরগাঁও পূর্ব পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে ১১টায় ধলাই নদীর টুকরে বাজারের বাঁশ বাজার অংশের নিচে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল মিয়া বাক ও শারীরিক প্রতিবন্ধী ছিল। সোমবার দুপুর ১২টার দিকে ঘর থেকে বের হয়ে রাতে আর বাসায় ফেরেনি সে। এর আগেও কয়েকবার নিখোঁজ হয়েছিল সে তবে প্রতিবার ২-১ দিন পর বাসায় ফিরে আসতো। যার জন্য তার পরিবার পুলিশকে হারিয়ে যাওয়া সংবাদ দেয়নি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।