Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ

admin

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৫৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের এক ছাত্রীকে উত্ত্যক্তের জেরে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিলেটের দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মাঈন উদ্দিনসহ বেশ কয়েকজন শিক্ষার্থী ও পথচারী আহত হয়েছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) নর্থ ইস্ট হাসপাতালের সামনের সড়কে রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের সামনের এক ব্যবসায়ী কিছুদিন ধরে মেডিকেল কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। আজ রাতে আবার সেই ছাত্রীকে উত্ত্যক্ত করলে এর জেরে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বলেন, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দক্ষিণ সুরমা থানার এসিসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা মূল ঘটনা খুঁজে বের করার চেষ্টা করছি।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন