Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুর থেকে ভারতীয় গরু-চিনি জব্দ

admin

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ | ০১:৫৮ অপরাহ্ণ | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ | ০১:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুর থেকে ভারতীয় গরু-চিনি জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু ও ৪০ বস্তা চিনি জব্দ করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান- শুক্রবার দিবগাত রাত আড়াইটায় জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে থানার আলুবাগান মোকামবাড়ি এলাকার তারা মিয়ার বসতঘর থেকে ৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যান।

এর আগে পৃথক অভিযানে জৈন্তাপুর থানার একটি দল নিজপাট ইউনিয়নের খাসিয়াহাটি এলাকা থেকে সাতটি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

পলাতকদের আটকের চেষ্টা চলছে বলে জানান সহকারী পুলশি সুপার সম্রাট তালুকদার।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!