Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কন্যা সন্তানের বাবা হলেন নেইমার

admin

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ১২:২২ অপরাহ্ণ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ১২:২২ অপরাহ্ণ

ফলো করুন-
কন্যা সন্তানের বাবা হলেন নেইমার

অনলাইন ডেস্ক:
চলতি বছরের জুনে তিনি মেয়ের বাবা হবেন বলে খবর জানিয়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। অবশেষে কন্যা সন্তানের বাবা হয়েছেন এই তারকা ফুটবলার। ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুসংবাদ দিয়েছেন নেইমার।

শনিবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নবাগত সন্তানের তথ্য জানিয়েছেন তিনি। সেখানে নেইমার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তান ও প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার-বিয়ানকার্দিকে।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের জীবন ধন্য করে একটি কন্যা সন্তান এসেছে। তোমাকে স্বাগতম! তুমি ইতিমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন