Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

admin

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ০৪:২৮ অপরাহ্ণ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ০৪:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
রাজধানীতে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

স্টাফ রিপোর্টার:
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে। বুধবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ শুরু হয়।

এর আগে, সমাবেশে যোগ দিতে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আসতে শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে, একই সময় সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বায়তুল মোকাররমের অদুরে নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের প্রধান দুই দলের সমাবেশ ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে ফোর্স মোতায়েন করা হচ্ছে। একইসঙ্গে পুলিশের আর্মাড ভেহিক্যাল, এসকর্ট ভেহিক্যাল, সাঁজোয়া যান এপিসি, জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!