Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় মিললো বৃদ্ধের মরদেহ

admin

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩ | ০৪:৩২ অপরাহ্ণ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ | ০৪:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
দক্ষিণ সুরমায় মিললো বৃদ্ধের মরদেহ

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানা এলাকার পুলিশ বক্স সংলগ্ন খোজার খোলা মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম জানান, মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে ছিল। ঘুমন্ত অবস্থায় মারা যান তিনি। বর্তমানে মরদেহটি পুলিশের হেফাজতে রয়েছে। তার পরিচয় খুঁজছে পুলিশ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!